বাগেরহাট: পুরোপুরি প্রস্তুত বাগেরহাটের রামপাল। উদযাপন হতে যাচ্ছে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার তৃতীয় বর্ষ। অাজ ১লা নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার তৃতীয় বর্ষ পালিত হতে যাচ্ছে।
২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। আগামী ১লা নভেম্বর এ দিবসটিতে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক দস্যুদের পুনর্বাসনের জন্য সরকার ও রাবের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা করবেন। স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের মধ্যে বসত ঘর, দোকান ঘর, নৌকা, জাল, ট্রলার ও গবাদি পশু প্রদান করা হবে।