নিজস্ব প্রতিবেদক : খুলনার তেরখাদা থানাধীন ৫ নং ইউনিয়নের জয়সেনা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব ৬ সদস্যরা।
অাজ ৬ নভেম্বর র্যাবের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব সুত্র জানায়, ৫ নভেম্বর র্যাব-৬’র স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জয়সেনা এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেলে ঘটনাস্থ থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ জনি ফকির(২৮) ও মোঃ রজব আলী(১৯) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা ১টি মোটরসাইকেল, ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল জব্দ করা হয়েছে।