নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর জেলার গাংনী থানাধীন জোড়া পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গানসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। অাজ ৬নভেম্বর র্যাব ৬ সুত্র এবিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তি হলেন,মেহেরপুর জেলার গাংনী থানাধীন জোড়া পুকুরিয়া এলাকার মৃত: গোলাম কাউছার বুলুর ছেলে মো: নাহিদুজ্জামান @ কনক (২৯)। র্যাব-৬ সুত্র জানায়, ৫ নভেম্বর র্যাব-৬’র গাংনী ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে গাংনী থানাধীন জোড়া পুকুরিয়া বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থেকে মো: নাহিদুজ্জামান @ কনককে গ্রেফতার করে। তারকাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২টি মোবাইল, ৪ টি সিম কার্ড এবং নগদ ৮৬৫০ জব্দ করা হয়েছে।