নিজস্ব সংবাদদাতা: যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে বৃদ্ধ পিতাকে গুরুত্বর জখমকারী ছেলে মোঃ হাবিবুর রহমান @ মিন্টুকে গ্রেফতার করেছে র্যাব-৬। অাজ ৭নভেম্বর সকালে র্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সুত্র জানায়, মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের বৃদ্ধ সবুর আলী (৫৫) কে গুরুত্বর জখম করে তার ছেলে। তুচ্ছ ঘটনা বসত বাড়ির ঘর ভাগ করাকে কেন্দ্র করে ছেলে মোঃ হাবিবুর রহমান @ মিন্টু তার বৃদ্ধ পিতা সবুর আলীকে মারপিট করে বলে জানা গেছে। এঘটনায় মনিরামপুর থানার মামলা নং- ১৩ দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার কররছেন। তাকে মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।