প্রতিদিন রিপোর্ট: মোংলার ব্যবসায়ী ও তরুন অাওয়ামী লীগ নেতা মোঃ জলিল শিকদারের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৯ডিসেম্বর মোংলা বাজার ব্যাবসায়ী পাঁচ সমবায় সমিতির আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
i
আব্দুল জলিল শিকদার এর মাতা অসুস্থ অবস্থায় খুলনার শহীদ শেখ অাবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মোংলা মৎস্য বাজার সমবায় সমিতির কর্যালয়ে মৎস্য ব্যবসায়ী সমিতি, মাংস ব্যাবসায়ী সমিতি, কাঁচা-বাজার সমিতি, মুরগী ব্যাবসায়ী সমিতি ও পাঁন সমিতির উদ্যেগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া-মোনাজাত করেন মোংলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মোংলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা তৈয়বুর রহমান । সার্বিক সহযোগিতা করেন মৎস্য বাজার সমিতির সভাপতি আফজাল হোসেন ফরাজী।
মোংলায় ব্যবসায়ী জলিল শিকদারের মায়ের সুস্থতা কামনায় দোয়া
