নিজস্ব সংবাদদাতা:মেহেরপুর জেলার গাংনী থানাধীন হিজলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মুকুল নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব।

তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ ৬২৯০ টাকা জব্দ করা হয়েছে। অাজ বুধবার (১০ নভেম্বর) র্যাব ৬ এর পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার মোঃ মুকুল (৫৩) গাংনীর সাহারবাটি এলাকার মৃত নেক মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।