শরনখোলা প্রতিনিধি: বাহেরহাটের শরনখোলা থানা পুলিশের অভিযানে সাড়ে ৯শ পিচ ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অাইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা ওই এলাকার চিহিৃত মাদক বিক্রেতা বলে অফিসার ইনচার্জ মো: সাইদুর রহমান জানিয়েছেন।
তিনি জানান, পুলিশ সুপার কে,এম আরিফুল হক, পিপিএম’র নির্দেশনায় অাজ ১১ ডিসেম্বর শরণখোলা থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, চৌকিদারসহ জনতার উপস্থিতিতে ২নং খোন্তাকাটা ইউনিয়নস্থ মঠেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মোঃ ছগির ওরফে ছাল্লু এর বসত বাড়ী তল্লাশী করে ছগির ওরফে ছাল্লুসহ আরো ৪জন আসামীকে ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নগদ টাকা, মাদক পরিমাপক ডিজিটাল মিটার, ইয়াবা ট্যাবলেট বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোনসেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।