প্রতিদিন ডেস্ক:পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের ছবিসহ পোস্ট শেয়ার করছেন পুলিশ সদস্যরা। ‘আওয়ার আইকন আওয়ার প্রাইড’ স্লোগান লেখা এই পোস্টে তাঁকে মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার রূপকার বলেছেন তাঁরা। তাঁরা বলছেন, আইজিপি দেশমাতৃকার শ্রেষ্ঠ এক সন্তান। পোস্টের সঙ্গে একেকজন পুলিশ সদস্য একেক রকম প্রশংসাসূচক বাক্যও যুক্ত করেছেন।
যে পোস্টটি পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, তাতে লেখা হয়েছে, ‘ওয়ান অব আওয়ার গ্রেটেস্ট সন অব সয়েল’ (মাতৃভূমির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম সন্তান)। তার নিচে লেখা, ‘দ্য কমান্ডার বিহাইন্ড সাসটেইনেবল সিকিউরিটি’ (টেকসই নিরাপত্তার অধিনায়ক)। এ ছাড়া একটি সচিত্র পোস্টে পুলিশ মহাপরিদর্শককে র্যাব মহাপরিচালকের পোশাকে দেখা যায়। কোনো একটি অভিযানের সময় তোলা ওই ছবির নিচে লেখা, ‘দ্য ম্যান বিহাইন্ড দ্য প্রোগ্রেস অব ড্রাগ, মিলিট্যান্সি অ্যান্ড এক্সট্রিমিজম ফ্রি বিলাভড বাংলাদেশ’ (মাদক, জঙ্গি ও উগ্রবাদমুক্ত প্রিয় বাংলাদেশ গড়ার পথে অগ্রগতির কারিগর)। এর সঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের টুকরা অংশের কোলাজ জুড়ে দেওয়া হয়েছে।
আইজিপির ছবিসহ ‘আওয়ার আইকন আওয়ার প্রাইড’পোস্ট শেয়ার করছেন পুলিশ সদস্যরা
