আদালত প্রতিবেদক: মাগুরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ খানের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘অপরাধ জগত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রোস্তম মল্লিক (৫০) কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। আজ ১৬ নভেম্বর তার আইনজীবীর করা জামিন আবেদন নাকচ করে খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস এ আদেশ দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানান গেছে, ২০২০ সালের ৬আগস্ট ‘অপরাধ জগত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রোস্তম মল্লিক তার ফেসবুকে স্ট্যাটাসে লেখেন “ মাগুরায় এক যুবলীগ নেতা অবৈধ পথে কোটি কোটি টাকার মালিক”। ওই পোষ্টের জের ধরে ৮আগস্ট মাগুরা সদর থানায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ খান বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলা জামিন চেয়ে আজ ১৬ নভেম্বর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে আবেদন করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনায় পত্রিকা সম্পাদক কারাগারে
