নিজস্ব সংবাদদাতা:খুলনা রূপসা এলাকায় জাল এনআইডি কার্ড, বিভিন্ন জালিয়াতি কাগজপত্র ভুয়াভাবে তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের ভিত্তিতে র্যাব-৬’র সদস্যা অভিযান চালায়। রূপসাস্থ সরকারী বঙ্গবন্ধু কলেজের সামনে কম্পিউটারের দোকান থেকে মোঃ সাকিল ফকির (২১) নামের একজনকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমানসহ আলামত জব্দ করা হয়েছে। আজ ১৬ নভেম্বর দুপুরে র্যাব-৬’র পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল রূপসা থানাধীন সরকারী বঙ্গবন্ধু কলেজের সামনে কম্পিউটারের দোকান অভিযান চালায়। এসময় ওই এলাকার মৃতঃ মোস্তফা ফকিরের ছেলে মোঃ সাকিল ফকিরকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৩টি জাল সার্টিফিকেট, মনিটর, সিপিইউসহ অন্যান্য যন্ত্রাংস জব্দ করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।