নিজস্ব সংবাতদাতা:খানজাহান আলী থানার মাত্তমডাঙায় কুয়েট শিক্ষার্থী সুব্রত কুমার মন্ডল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহতা করেছে। আজ ১৭ নভেম্বর বেলা পৌনে ১২ টার সময় যশোর থেকে খুলনাগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্নহতা করেছে। তবে কি কারনে সে আত্নহতা করেছে তা জানা যায়নি।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস এঘটনাটির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জিঅারপি পুলিশ মরদেহ উদ্ধারসহ পরবর্তি অাইনী ব্যবস্থা সম্পাদন করবেন।