খেলা ডেস্ক: আজই খবর এসেছে, মার্কো আসেনসিওর চুক্তি নবায়ন করতে চায় রিয়াল মাদ্রিদ। ২০১৬/১৭ মৌসুমে যে ঝলক দেখিয়েছিলেন, সেটা বহুদিন ধরেই দেখা যায় না। দলে উইঙ্গারের অভাব নেই, বহুদিন ধরে ফর্মে নেই স্প্যানিশ এই খেলোয়াড়, তবু আসেনসিওর চুক্তি নবায়ন করার ইচ্ছার খবরে অনেকেই বিস্ময় প্রকাশ করছিলেন। গ্রানাদার বিপক্ষে তাই নিজেকে প্রমাণের দায় ছিল আসেনসিওর।
আসেনসিও সেটা কিছুটা করেও প্রমাণ করেছেন। গ্রানাদার বিপক্ষে রিয়াল নিজদের শক্তি দেখিয়েছে আজ। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে লিগে আবার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।