বিশেষ প্রতিনিধি:মংলা পৌর এলাকার ৬নং ওয়ার্ড নতুন কলোনী, বিএলএস রোডের বাসিন্দা সেকেন্দার শেখ। মংলা বন্দর কতৃপক্ষের জায়গায় বসবাস করেন । অভিযোগ রয়েছে সেখানে এই অসহায় মানুষ গুলোর জায়গা নিয়ে বানিজ্য করে ৬নং ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি হাকিম সরদার।
এর প্রতিবাদ করায় গত ২২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেকেন্দার অালী শেখের বাসায় হামলা করে ৬নং ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি হাকিম সরদারের হুকুমে তার অনুসারীরা। সেকেন্দারের স্কুল পড়ুয়া কন্যা জান্নাতুল ফেরদৌস (১৬)কে তুলে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। তাকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু পরদিন অজ্ঞাত কারনে সেখান থেকে তাদের নাম কেটে দিয়ে বের করে দেয়া হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন ওই স্কুল ছাত্রীর মা জাহানুর বেগম।
জান্নাতুল ফেরদৌস মংলার চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেফতারসহ ন্যায় বিচার চেয়েছেন ওই পরিবারটি।
অভিযোগের বিষয়ে ৬নং ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি হাকিম সরদার বলেন, অামি এসব কর্মকান্ডে জড়িত না।
মংলা থানার ওসি মিঃ মনিরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত রয়েছি। লিখিত অভিযোগ পেলে অাইনগত ব্যবস্থা নেয়া হবে।