ঢাকা অফিস মহাসমারোহে অনুষ্ঠিত হল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ১৪তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুল গনি, এসইউপি, জি – স্টেশন কমান্ডার, স্টেশন সদর দপ্তর, বগুড়া সেনানিবাস।
উল্ল্যেখ যে, গত ২৬/১২/২১ তারিখ থেকে ২৯/১২/২১ তারিখ পর্যন্ত ৪দিন ব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজনে ছিল ক্যাডেটদের ২০০০মিটার স্প্রিন্ট, ১৫০০মিটার স্প্রিন্ট, ২০০০মিটার রিলেরেস,১৫০০মিটার রিলে রেস,হার্ডেলস,জ্যাভলিন থ্রো,গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ইত্যাদি নানা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুলতানা রাজিয়া হাউস। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠিত হল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ১৪তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১
