নিজস্ব প্রতিবেদক :
খুলনা মহানগরীর সদর থানার অস্ত্র অাইনের মামলায় নীল রতন হালদার নামের এক অাসামিকে পৃথক দুটি ধারায় ১৭বছরের কারাদন্ডাদেশ দিয়েছে অাদালত। একই সাথে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে অারও ১বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়।
অাজ ৩১অক্টোবর খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম অাশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন এপিপি কাজী সাব্বির অাহমেদ ও শেখ শামিম অাহমেদ পলাশ।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১১সালের ২৭ডিসেম্বর রূপসা ব্রিজ এলাকা থেকে ১টি শার্টারগান ও ৪রাউন্ড গুলিসহ নীল রতন হালদারকে গ্রেফতার করে পুলিশ। সে বাগেরহাটের কচুয়া উপজেলার খলসেখালী এলাকার সুকুমার হালদারের ছেলে। এঘটনায় এএস অাই কামরুজ্জামান বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন (৩৫)। তদন্ত কর্মকর্তা এস অাই তাপস পাল ২০১২ সালের ৩০জানুয়ারি অাদালতে চার্জশিট দাখিল করেন।