ডেস্ক রিপোর্ট: নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের আশ্বাসে প্রেমের পর এক স্কুলছাত্রীকে (১৪) ডেকে নিয়ে বাঁশঝাড়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেহেদী হাসানের (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার রাতে র্যাব-৫ নাটোর ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
আটক মেহেদী হাসান উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। মেহেদী হাসান বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, মেহেদী হাসান বিয়ের আশ্বাসে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর একপর্যায়ে গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিয়ের কথা বলতে ওই ছাত্রীর বাড়ির পেছনে বাঁশবাগানে ডেকে নেয়। এর পর তাকে ধর্ষণ করলে পরিবারের লোকজন বুঝতে পারে। এ সময় প্রেমিক মেহেদী হাসান ওই ছাত্রীকে রেখে পালিয়ে যায়।
ওই সময় ছাত্রীর প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকলে তাকে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুদাসপুর থানার ওসি আবদুল মতিন জানান, র্যাব ওই যুবকের আটকের থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রী মা বাদী হয়ে মামলা করেন।