নিজস্ব প্রতিবেদক: কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাস।
২০২০ সালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন “জে.এম.বি” দলের সদস্যদ্বয়কে গ্রেফতার, সাহসীকতা, সেবামূলক কাজ ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে আইজিপি ব্যাচ পুরস্কারে ভূষিত হয়েছে।
বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে তার হাতে এ ব্যাজ তুলে দেন খুলনা কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। প্রশংসনীয় ও ভালো কাজের জন্য দেওয়া এই ব্যাজ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই পদক দেওয়া হয়।
এছাড়া যারা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কার্যক্রম, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন তাদের এই পদকের জন্য নির্বাচিত করা হয়।
ব্যাজ পাওয়া কর্মকর্তাদের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার নিজ নিজ দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে এই ব্যাজ। ব্যাজ পদকের পাশাপাশি প্রত্যেককে আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে।