নিজস্ব প্রতিবেদক : খুলনার বটিয়াঘাটা থেকে মোঃ আঃ সালাম মোল্লা (৫৭) নামের এক দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার (০২ ফেব্রুয়ারি) বটিয়াঘাটা থানাধীন গোয়ালখালী স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের মৃত মান্দার মোল্লা ছেলে।
র্যাব জানায়, সালাম মোল্লার বিরুদ্ধে খুলনা জেলার দাকোপ থানায় ২০১৭ সালে একটি ডাকাতি মামলা হয়। সেই থেকে সে পলাতক ছিল। র্যাব-৬ তাকে দীর্ঘদিন যাবত গ্রেফতার করার চেষ্টা করে। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।