ডেস্ক রিপোর্ট: নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৩ সালে ১৩ অক্টোবর যশোর জেলার বেনাপোল পোর্ট থানা, বালুভা (পুর্বপাপড়া) এলাকার গোলাম কুদ্দুস মোল্যার ছেলে মোঃ রেজাউল ইসলাম নড়াইল সদরের সিংগাশোলপুর দক্ষিনপাড়া এলাকায় ৫২ বোতল ফেনসিডিলসহ আটক হন এবং এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। রায়ের সময় আসামী রেজাউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।