সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিন ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আদনান হোসেন (৮), সে সাতক্ষীরার আমাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের মাহমুদ আলী সরদারের ছেলে।
পুলিশ ও পত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কোমরপুর গ্রামের ইব্রাহিম খলিল পাটকেলঘাটার দোলুয়া থেকে ইঞ্জিন ভ্যানে কাঁচামাল নিয়ে কাদাকাটি হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে আগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ইঞ্জিন ভ্যানটি শিশু আদনান হোসেনকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার কওে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।