প্রতিদিন ডেস্ক:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তরুন আওয়ামী লীগ নেতা মোঃ ওবাইদুল ইসলাম। এসময় তার সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। ১০ জানুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর মাজারে যান তিনি।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং তারপর দিলি হয়ে ঢাকায় ফিরে আসেন। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আ’লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।