নিজস্ব সংবাদদাতা : খুলনার খানজাহান আলী থানা দিন শিরোমনি ওয়েব জুট মিলের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এসময় সাথে থাকা আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ পবির কুমার বিশ্বাস ঘটনাটি নিশ্চিত করেছেন। জানান আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আবু জাফর(৩৫) ঘটনাস্থলে নিহত হন। এসময় তার সাথে থাকা অপর এক নারী গুরুতর আহত হয়েছেন।হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত আবু জাফর খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন রূপসী রুপসা আবাসিক কওমি মাদ্রাসার পেছনের মোহাম্মদ হাসানের ছেলে।এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
