নিজস্ব সংবাদদাতা: র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আলমগীর কবির (৩৩) নামের একজনকে গ্রেফতার করেছে। যশোর জেলার শার্শা থানাধীন ৬নং ইউনিয়নের গোগা বাজারস্থ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের রোকন ট্রের্ডাস এর সামনে থেকে ১৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ওয়ানশুর্টার গান, ৩রাউন্ড গুলি উদ্ধার পূর্বক জব্দ করের র্যাব।
সে ওই এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে। আসামীকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে র্যাব সুত্র জানিয়েছে।
যশোরে অস্ত্র ও গুলিসহ ১জনকে গ্রেফতার করছে র্যাব-৬
