নিজস্ব সংবাদদাতা:চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ৬লাখ ৭০হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে শেখ আহাদুজ্জামান ওরফে রাজু (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব ৬। নগরের খানজাহান আলী থানার শিরোমনি গ্রামীন ব্যাংকের পার্শ্বে অভিযান চালিয়ে র্যাবের স্পেশাল কোম্পানি অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। অাজ ১৭ জানুয়ারি দুপুরে র্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়েছে।
র্যাব জানায়, চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে তেরখাদার কুসলা ৩নং ওয়ার্ডের শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ আহাদুজ্জামান ওরফে রাজু (৩৪) অসহায় মানুষের ৬লাখ ৭০ হাজার টাকা অাত্মসাত করেছে। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে ভিকটিমের মায়ের নিকট ২টি নকল ভিসা দিয়ে প্রথমে নগদ ১লাখ ও বিভিন্ন সময়ে ব্যাংক এ্যকাউন্টের মাধ্যমে আরও ৫লাখ ৭০হাজার টাকা বিদেশে রেস্টুরেন্টে ভাল চাকুরীর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় মামলা হয়েছে।