পাইকগাছা প্রতিনিধি
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওয়াতায় হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উক্ত হেলথ্ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন জুনিয়র কনসালটান্ট ডাঃ সুজন কুমার সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র কবিতা দাশ, কাউন্সিলর আসমা আহমেদ ও রাফেজা খানম৷
পাইকগাছায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তায় হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত
