বিনোদন ডেস্ক
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে দুজনের সঙ্গে পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে গত বছরের ১৭ অক্টোবর। সম্প্রতি তিন জানালেন, তিনি মা হতে চলেছেন। সে সময় প্রথম আলোকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথমে দুই পরিবারকেই তাঁর দুজন জানিয়েছিলেন তাঁদের সম্পর্কের কথা। এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় তাঁদের। পরীমনি জানিয়েছিলেন, তিনি ঘটা করে আবার বিয়ের অনুষ্ঠান করবেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর গায়েহলুদের অনুষ্ঠান হয়। সে আসরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়।
পরীমনির গায়েহলুদের ছবি প্রকাশ
