নিজস্ব সংবাদদাতা// মানবতার টানে খুলনার সেচ্ছাসেবী সংগঠন “খুলনা ফুড ব্যাংক ও খুলনা ব্লাড ব্যাংকের কর্মিরা ছুটে গেলেন বন্যা কবলিত সিলেটে। মানবিক এ সংগঠন দুটির সদস্যরা খুলনার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহায়তা করে থাকেন।
এবার তারা দেশের ভিন্ন বিভাগ সিলেটের বন্যাকবলিত অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে গেছেন। তাদের এই মানবিক কর্মকান্ডকে খুলনার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।