স্পোর্টস ডেস্ক:সিলেট-সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত-অসহায়দের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সাধ্যমতো সাহায্য করছেন তারা। নারী ফুটবলার শাহেদা আক্তার রিপাও এগিয়ে এসেছেন। বন্যা দুর্গতদের জন্য একটু অন্যভাবে সাহায্য করতে চাইছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের এই ফরোয়ার্ড।
গত বছরের ডিসেম্বরে ঢাকায় ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছিলেন রিপা। এজন্য পুরস্কার হিসেবে পেয়েছিলেন ট্রফি। সিলেট-সুনামগঞ্জের জন্য সেই ট্রফি নিলামে তুলতে চাইছেন কক্সবাজারের মেয়ে। বিকেএসপিতে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া এই ফুটবলার আজ (বুধবার) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে জানিয়েছেন তার ইচ্ছার কথা।
রিপার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-আমি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল টিমের একজন সদস্য। সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি।
আমার ছোট্ট ক্যারিয়ারে আমার সবচেয়ে যেটা বড় পাওয়া সেটা হলো, ২০২১ সালে শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই টুর্নামেন্টে আমি সর্বোচ্চ গোলদাতা (৫ গোল) ও সেরা খেলোয়াড় (৩ ম্যাচে) হয়েছিলাম।
সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের জন্য। কোনও দয়াবান ব্যক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হোন, তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকতো পারবো।
আমার এই ট্রফিটা আমার বাড়িতে শোকেসে রাখা আছে, হয়তো সারাজীবন থাকবে। কিন্তু কোনও মানুষের কাজে আসবে না। এই মূহূর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হলো সবার সহযোগিতা। আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, তাহলে আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।
সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।
ট্রফি নিলামে তোলা নিয়ে রিপার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। বিকেএসপিতে পড়াশোনার কারণে সেখানে সবসময় মোবাইল ব্যবহার করা যায় না।
তবে তার বড় ভাই ফারুক হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গতকাল সন্ধ্যায় আমার রিপার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। ওর সঙ্গে সিলেটের বন্যা নিয়ে কথা হচ্ছিল। ও তখন ট্রফি নিলামে ওঠাতে চাওয়ার ইচ্ছা পোষণ করে। আমিও তাকে উৎসাহিত করেছি। এরপর আমি বাবাকে বলতেই তিনি না করেননি। এরপর ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছি। তবে এখনও সেভাবে সাড়া পাইনি।