নিজস্ব প্রতিবেদক:
খুলনা তেরখাদা উপজেলায় বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং রূপসা,দীঘলিয়া,তেরখাদা উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক এর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ মল্লিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তেরখাদা উপজেলা শাখা বিএনপি’র উদ্যোগে আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন,তেরখাদা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহীদ নাজমুল হক, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ,এস এম রবিউল ইসলাম লাকু,থানা বিএনপি নেতা তফসি ফকির,বাহার উল্লাহ,এমদাদুল ইসলাম তারেক,রেজা পারভেজ শরিফ নাঈমুল হক,কেএম মোস্তাক আহমেদ,গোলজার আলম শেখ রাজু,রাজু চৌধুরী,তারেক রেজা,লালিম শেখসহ তেরখাদা উপজেলা বিএনপি’র ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির সুস্থতা ও মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মল্লিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মল্লিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ইফতার মাহফিল।
