নিজস্ব প্রতিবেদক//
খুলনার নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা বিষয়ের ৫ম সেমিস্টারের ছাত্র প্রমিজ নাগ (২২)’র মৃত্যুও ঘটনায় তার কথিত প্রেমিকা সুরাইয়া ইসলাম ওরফে মিম (২৩’র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলাটি দায়ের করা হয় (নং-১৪)। মামলায় প্রমিজ নাগের কাকাতো ভাই প্রীতিশ কুমার নাগ (৪৪) বাদি হয়েছেন।
গত ২২ জুন বিকেলে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোবরচাকা মেইন রোডের আব্দুস সালাম হাওলাদারের ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলা থেকে প্রমিজ নাগের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্ত সুরাইয়া ইসলাম ওরফে মিম ১২৩, গোবরচাকা মেইন রোড কাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মোঃ আবুল কালাম আজাদের মেয়ে। বর্তমানে সে পলাতক রয়েছেচ বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরষিত মন্ডল জানিয়েছেন ।
তিনি বলেন, আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।
মামলার বাদি প্রমিজ নাগের কাকাতো ভাই উল্লেখ করেছেন, নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা বিষয়ে পড়াশুনার সুবাদে তাদেও দু’জনের মধ্যে প্রমের সম্পর্ক গড়ে উঠে। সুরাইয়া ইসলাম মাঝে মধ্যে প্রমিজের বাসায় যাওয়া-আসা করতো। কিছুদিন ধরে সে প্রমিজকে বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করিত। আসামী সুরাইয়া মুসলিম ধর্মাবলম্বি হওয়ায় প্রমিজ তাকে বিবাহ করিতে রাজি হয় না। এসব কারনে তাদের ভিতরে ঝগড়া চলছিলো।