নিজস্ব সংবাদদাতা:
র্যাব ৬’র যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি বোমাসহ একজনকে গ্রেফতার করেছে। ২৮ জানুয়ারি সকালে কোতয়ালী মডেল থানাধীন ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই ব্যাক্তির নাম মোঃ আক্তার হোসেন (৩৫)। সে ওই এলাকার মোঃ সিদ্দিক বিশ্বাসের ছেলে। অভিযান চলাকালে মোঃ আসমত আলী চাকলাদার (৪২) নামে অপর একজন অাসামি পালিয়ে যায় বলে র্যাব সুত্র নিশ্চিত করেছে। এঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।