নিজস্ব প্রতিবেদক
খুলনার লবণচরা থানাধিন মাথাভাঙ্গায় লাউরির খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে এলাকাবাসী। খালটি দীর্ঘদিন কৃষি কাজের ও এলাকার জলাবদ্ধতা নিরসনে সহায়ক ছিলো। বর্তমানে খালটি বেশ কয়েকভাবে ভরাট করে পজিশন বিক্রি করছে এক শ্রেণীর ভূমিদস্যুরা। এবিষয়ে প্রতিকারের জন্য খুলনা জেলা প্রশাসক বরাবর গত ২৩জানুয়ারি এলাকাবাসী গণপিটিশন দাখিল করেছেন (নং-১৬৮১)।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলাধীন ১নং জলমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত লাউরির খালটি বেশ কিছুদিন যাবৎ অবৈধ দখলদারদের কবলে পড়েছে। খালটির বিভিন্ন অংশে ভরাট করে স্থাপনা তৈরিসহ পজেশন বিক্রিরও অভিযোগ রয়েছে। একারনে ওই এলাকায় এখন জলাবদ্ধতা লেগে থাকে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় ওই এলাকার বিভিন্ন অংশ। বিষয়টি খতিয়ে দেখে দখলমুক্ত করার আবেদন করেছেন এলাকাবাসী। খালটি দখলমুক্ত করে খনন কাজেরও দাবি জানান তারা।