নিজস্ব সংবাদদাতা:খুলনায় চাঁদাবাজি মামলায় সাবেক ৩পুলিশ কনস্টেবলসহ ৫জনকে ৮বছরের কারাদন্ড, ১২হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অারও ৬মাসের কারাদন্ডাদেশ দিয়েছে অাদালত। ২ডিসেম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম অাশিকুর রহমান এ রায় ঘোষণা করেছেন। রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন কাজী সাব্বির অাহমেদ, শেখ শামিম অাহমেদ পলাশ।
দন্ডপ্রাপ্ত অাসামিরা হলেন সাবেক পুলিশ কনস্টেবল মোল্লা মেজবাহ উদ্দিন , মোস্তাফিজুর রহমান ও ফরহাদ অাহমেদ। এছাড়া স্থানীয় মোঃ ফরিদ অাহমেদ, অারমান শিকদার জনি নামের দুজন রয়েছে। এদের মধ্যে অাসামি সাবেক পুলিশ কনস্টেবল মোল্লা মেজবাহ উদ্দিন ও মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, ২০১৪ সালের ১৯ডিসেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতপুর বিএল কলেজের ২য় গেটের সামনে শান্তি রানী বিশ্বাসের চা দোকানে পুলিশ পরিচয়ে দুই যুবককে অাটকে চাঁদাবাজিকালে স্থানীয়রা ৫জনকে গ্রেফতার করেন। এঘটনায় দৌলতপুর থানার এসঅাই কাজী বাবুল বাদি হয়ে ৩পুলিশ সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকর্মকর্তা এসঅাই বাবলুর রহমান ২০১৫ সালের ১৯মার্চ চার্জশিট দাখিল করেন।