প্রতিদিন ডেস্ক (সুত্র ভয়েস অব অামেরিকা): পেরুর লিমা থেকে ২৫ কিলোমিটার দুরে ৮০০ থেকে ১২০০শত বছরের মধ্যকার সময়ের একটি মমি উদ্ধার করা হয়েছে। অভ্যন্তরীণ প্রাক-ইনকা কাজামারকুইলা প্রত্নতাত্ত্বিক স্থানে এটি আবিষ্কার করা হয়েছে।
গত ৩০ নভেম্বর (মঙ্গলবার) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সান মার্কোসের গবেষকরা এ মমি উদ্ধার করেছেন। এটি ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বয়সের এক যুবকের সংরক্ষিত দেহ বলে গবেষক দল জানিয়েছেন। দড়ি দিয়ে বাঁধা এবং হাত দিয়ে মুখ ঢেকে রাখা, প্রাক-হিস্পানিক যুগের একজন মানুষের দেহ এটি। (এএফপি)