প্রতিদিন ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপে শেষ ম্যাচটাও সুখকর হয়নি বাংলাদেশের। শক্তিশালী সৌদি আরবের কাছে ৩-০ গোলে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে মারুফুল হকের দলের। (মঙ্গলবার) উজবেকিস্তানের তাসখন্দের জার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সৌদি আরব দাপট দেখাতে থাকে। আধিপত্য বিস্তার করে খেলে প্রথমার্ধে ২ গোল আদায় করে নেয় তারা।
ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় সৌদি। আইমান ইয়াহিয়া আহমেদের ফ্রি কিক ফিস্ট করে ফিরিয়ে বাংলাদেশের ত্রাতা গোলকিপার মিতুল হোসেন। তবে দুই মিনিট পর আর নিজেদের জাল অক্ষত থাকেনি। সতীর্থের ক্রসে অনেকটা লাফিয়ে উঠে সৌদ আব্দুল্লাহ আব্দুলহামিদের নেওয়া হেড আটকাতে পারেননি মিতুল। বল জড়িয়ে যায় জালে।
৯ মিনিটে সৌদি ব্যবধান দ্বিগুণ করে নেয়। আইমানের ফ্রি কিক মিতুল ফিস্ট করে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বক্সের ভেতর থেকে ডান পায়ের বুলেট গতির কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন জায়েদ আলমোবারক আলজোহানি।
একটু পরই মিতুলকে তুলে গোলকিপার পাপ্পু হোসেনকে নামান কোচ মারুফুল হক। তাতেও কাজ হয়নি। বিরতির পর আক্রমণ অব্যাহত রেখে সৌদি তৃতীয় গোল করে বাংলাদেশকে পুরোপুরি ব্যাকফুটে ফেলে দেয়।
৬৯ মিনিটে ডান দিকে দিয়ে বক্সে ঢুকে পড়া সতীর্থের কাট ব্যাকে আইমানের প্লেসিংয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায় অনেকটাই।
৮৯ মিনিটে আরও একটি প্রচেষ্টা ক্রসবারের কানায় লেগে ফিরে আসলে চতুর্থ গোল পাওয়া হয়নি তাদের। তবে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ঠিকই।
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে কুয়েতের কাছে ১-০, উজবেকিস্তানের কাছে ৬-০ ও সৌদি আরবের কাছে ৩-০ গোলে হেরে খালি হাতে ফিরতে বাংলাদেশ দলকে।