প্রতিদিন ডেস্কঃ মোহামেডানের কোচ হওয়ার ইচ্ছা তার ছিল, কিন্তু নিজের চাওয়াতে সবকিছু করতে রাজি নন শন লেন। লম্বা সময় যেহেতু পরিবার থেকে দূরে থাকতে হবে, তাই প্রয়োজন ছিল স্ত্রী লিবির ‘অনুমতি’। সেটি পেয়ে গেছেন ইংলিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান। ফুটবলের নতুন মৌসুমে তাকে দেখা যাবে মোহামেডানের ডাগ আউটে। ৫৭ বছর বয়সী কোচ কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসবেন।
২০১৯ সালের এপ্রিলে ঢাকায় আসেন লেন। আবারও আসছেন। নতুন মৌসুমের জন্য মোহামেডানের দেওয়া প্রস্তাবে সায় দিয়েছিলেন আগেই। কিন্তু সবকিছু নির্ভর করছিল তার স্ত্রী লিবির ওপর। কেননা লেনের অনুপস্থিতিতে পাঁচ সন্তানসহ অন্য সবকিছু দেখভাল করে থাকেন লিবি। যার মধ্যে অস্ট্রেলিয়ার গোলকোস্টে একটি ক্যাফেও সামলান তার স্ত্রী।
তবে এখন অনুমতি মিলায় লেন নিজেও নির্ভার। গোলকোস্ট থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার স্ত্রী অনুমতি দিয়েছে। এটা সবসময় কঠিন। যখন আপনার স্ত্রী ফুলটাইম কাজ করবে। সেই সঙ্গে আপনার ঘরে সন্তান রয়েছে। সে জানে আমি কী ভালোবাসি। সে সবসময় আমাকে সহযোগিতা করে থাকে।’