নিজস্ব সংবাদদাতা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল। বাস জব্দ করা হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহত যুবক মোঃ যোবায়ের খুলনার ডুমুরিয়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক এসব তথ্য জানিয়েছেন।