নিজস্ব সংবাদদাতা:খুলনায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নগর গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলমকে কারাগারে প্রেরন করেছে অাতালত। বুধবার (৮ ডিসেম্বর) খুলনার সিএমএম মোঃ ইয়ারব হোসেন এ নির্দেশ দিয়েছেন। তাকে বুধবার ভোর রাতে তাকে খুলনা লোয়ার যশোর রোডের সুন্দরবন হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। সে চুয়াডাঙ্গার বিষ্ণুপুর উপজেলার দামুড়হুদা গ্রামের মো: আতিয়ার রহমানের ছেলে।
এজহার সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার বাজিকর গ্রামের ওই নারী মঙ্গলবার বিকালে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য খুলনা নগরীতে আসে। কিন্তু ডাক্তারের সিরিয়াল না পেয়ে তার ভাগ্নের পূর্ব পরিচিত মিশারুল ইসলাম মনির আবাসিক হোটেল সুন্দরবনে দুটি কক্ষ ভাড়া নেয়। একটি কক্ষে মা- মেয়ে ও অপর কক্ষে তার ভাগিনা আলিমুল ইসলাম বাবু অবস্থান নেয়। ওই হোটেলে মেয়ের সামসে ওই নারী ধর্ষনের শিকার হয়েছেন বলে মামলায় বলা হয়েছে।