নিজস্ব সংবাদদাতা:খুলনায় ৫ জন ভুক্তভোগীকে কুয়েতে পাঠানোর নামে ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কুয়েত প্রবাসী মোঃ সাইমুম ইসলাম রাকিব (২৭) কে গ্রেফতার করেছে র্যাব।
অাজ ১১ নভেম্বর র্যাব-৬ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেফতার করে। মোঃ সাইমুম ইসলাম রাকিব আড়ংঘাটা থানার রায়েরমহল ব্যাংক কলোনীর মোঃ আঃ কুদ্দুস হাওলাদারের ছেলে।
র্যাব সুত্র জানায়, প্রবাসে থাকাকালীন ৫ জন ভুক্তভোগীকে কুয়েতে পাঠানোর উদ্দেশ্যে ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা নিয়ে তাদের ভুয়া ভিসা, এয়ার টিকিট দেয় প্রতারক সাইমুম।
পরবর্তীতে কুয়েত প্রবাসী মোঃ সাইমুম ইসলাম রাকিব (২৭) দেশে ফিরে আসলে স্থানীয় ভাবে সালিশী বৈঠকে বসলে উক্ত টাকা গ্রহনের কথা স্বীকার করে এবং ভুক্তভোগীদের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। পরবর্তিতে তিনি উক্ত টাকা দিতে নানা ধরনের টালবাহানা করেন।
এঘটনায় ১০নভেম্বর ভুক্তভোগিরা সদর থানায় মামলা করেছেন (নং- ১৬)। এরপর র্যাব-৬ সদর কোম্পানীর একটি চৌকশ আভিযানিক দল অাজ ১১ নভেম্বর তাকে গ্রেফতার করেছেন। তাকে খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে