প্রতিদিন ডেস্ক: ঢাকায় বনানীতে দুইজন বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জন আসামীর সব ক’জনকে খালাস দিয়েছে আদালত।
২০১৭ সালের ২৮শে মার্চ বনানীর রেইনট্রি হোটেলে আয়োজিত জন্মদিনের পার্টিতে দুইজন বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে অভিযোগ করা হয়।
ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধুসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই দুই তরুণী।
ঘটনার প্রায় দেড় মাস পর পুলিশের কাছে গেলে পুলিশ শুরুতে মামলাটি নিতে চায়নি বলেও অভিযোগ করেছিল বাদীরা।২০১৭ সালের ৬ই মে পাঁচ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।ওই বছর ৭ই জুন মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ১৩ই জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। দুই দফা তারিখ পিছিয়ে ১১ই নভেম্বরে রায় ঘোষণা করা হয়।