নিজস্ব সংবাদদতা:তেল, গ্যাসের বর্ধিত মুল্য ও গণ পরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে অানা, দেশের নিম্ন অায়ের মানুষের মধ্যে মাসিক ভাবে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে খুলনায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিন দফা দাবিতে অাজ ১২নভেম্বর শুক্রবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ভিপি নুরের দল গন অধিকার পরিষদ এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে দলটির খুলনা ও বারগরহাটের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন।