প্রেস বিজ্ঞপ্তি:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম খুলনা অঞ্চল সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে খুলনা পরিদর্শন করেন। ১৩ নভেম্বর (শনিবার) খুলনায় এ সফরে তিনি প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শ্রেণি পাঠদানকার্যক্রম, আইসিটি ল্যাবরেটরি, ই-লাইব্রেরি, ছাত্রীকমনরুমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএন স্কুল ও কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম কামাল নাসের, (এনডি), পিএসসি, বিএন।
পরিদর্শনের সময় বিএন স্কুল এন্ড কলেজের
বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের ছাদকৃষির বিভিন্ন দেশি-বিদেশী ফলদ-বনজ ও ঔষধি গাছ দেখে মুগ্ধ হন এবং নিজ হাতে বৃক্ষ রোপন করেন। এছাড়া সহশিক্ষামুলক কার্যক্রমকে গতিশীল করার জন্য অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষের পদক্ষেপ সমূহ যুগপোযোগী এবং প্রশংসারযোগ্য।
এ প্রতিষ্ঠানে ক্লাব ভিত্তিক সহশিক্ষামুলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর ফলে এ অঞ্চলের
শিক্ষার্থীরা দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করবে বলে শিক্ষা সচিব বিশ্বাস করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট বিভাগের উদ্ধর্তন কর্মকর্তা পরিচালক প্রশাসন ডঃ উত্তম কুমার দাশ, বিভাগীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা উপ পরিচালক মাহাবুব এলাহী , জেলা প্রশাসক খুলনা মোঃ মনিরুজ্জামান তালুকদারসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।