প্রতিদিন ডেস্ক:৮ ডিসেম্বর ২০২১, হঠাৎ করেই গোপালগঞ্জ সদর বাজারে মাইকে ঘোষণা এলো মিজান পাম তেল ও ভিওলা সয়াবিন তেলের সৌজন্যে একটি নাটক মঞ্চস্থ হবে, বাজারের পাশেই খোলা মাঠে একটি ব্যানার আর ৮×৮ ফ্লোর ম্যাট নিয়ে স্পেস এন্ড এ্যাক্টিং রিসার্চ সেন্টার মঞ্ছস্থ করলো নাটক “সস্তার তিন অবস্থা” । মূলত খোলা তেলের অপকারিতা ও প্যাকেট বা বোতলজাত তেলের উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করাই ছিল এর মূখ্য উদ্দেশ্য।
রূপচাঁদা সয়াবিন তেলের জন্য প্রসিদ্ধ কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বি,ই,ও,এল) বাজারজাত করছে সাশ্রয়ী সুপার পাম তেল মিজান পাম অলিন এবং সাশ্রয়ী সয়াবিন তেল ভিওলা সয়াবিন তেল। “যেসব এলাকায় খোলা তেলের প্রচলন বেশি সেখানকার জনগণকে প্যাকেটজাত তেল কেনায় উৎসাহিত করার জন্য আমরা মিজান ও ভিওলা তেল বেছে নিয়েছি। গোপালগঞ্জ ও খুলনায় আমরা মাসব্যপী পথনাট্য করব প্রথাগত বিজ্ঞাপনের বিকল্প হিসেবে। পথনাট্য বাংলাদেশের সংস্কৃতির সাথে খুব সামাঞ্জস্যপূর্ণ বলে দ্রুত সাড়াও পাচ্ছি”– জানালেন বি,ই,ও,এল-এর সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইশতিয়াক মাহমুদ।