প্রতিদিন ডেস্ক:খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সেলিম হোসেনের লাশ কবর থেকে তোলা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লাশ তোলার পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ও খুলনার খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করেন। এরপর লাশ মর্গে নেওয়া হয়।
কুমারখালী থানার ওসি জানান, কবর থেকে তোলার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে সেলিমের লাশ নেওয়া হয়েছে। এখানে ময়নাতদন্তের পর লাশটি ফের ওই কবরেই দাফন করা হবে।
খানজাহান আলী থানার ওসি জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক সেলিমের লাশ কবর থেকে তোলার কাজ শুরু হয়। এখন জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে। খুলনার আদালতের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি কবর থেকে তোলার কাজ করা হয়।