নিজস্ব সংবাদদাতা:খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ১১১৪ এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মশাল প্রতীক নিয়ে ৩২৭৫ ভোট পেয়ে জাহিদ খান ও সাধারন সম্পাদক পদে অানারস প্রতীক নিয়ে ৪০৯৩ ভোট পেয়ে জাকির হোসেন বিপ্লব নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেসিসি মেয়র তালুকদার অাব্দুল খালেক এ ফলাফল ঘোষণা করেছেন।
সভাপতি পদে অপর তিনজন প্রার্থী পেয়েছেন, ডলফিন প্রতীক নিয়ে মীর মোতালেব হোসেন ৩০২৬, মনোয়ার হোসেন মনা মৃধা ৯৪২ ও ইলিয়াছ হোসেন সোহেল ২৪০ভোট পেয়েছেন। অপরদিকে সাধারন সস্পাদক পদে কাজী নুরুল ইসলাম বেবী পেয়েছেন ৩৫১০ ভোট।
সোনাডাঙ্গাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ ভোট গ্রহন ও গননা করা হয়। কেএমপি পুলিশের অতি: কমিশনার সরদার রকিবুল ইসলামসহ পুলিশের শতাধিক সদস্য সেখানে উপস্থিত ছিলেন।