অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরের নওয়াপাড়া ইনন্টিটিউট অফিস কক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সুজন এর সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপত্বিতে মাদক সমস্যা করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সুজন সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম.শামীম হাসান,নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান,পল্লীমঙ্গল কলেজ এর অধ্যক্ষ খায়রুল বাশার,যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন,নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সুনিল দাস,গিয়াস উদ্দিন আঞ্চলিক সমন্বায়ক হাঙ্গার প্রজেক্ট,সাবেক কাউন্সিলর আসমা খাতুন ,বীরমুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম,সাইদুল ইসলাম,সেলিম হোসেন,নজরুল ইসলাম,গাজী আবুল হোসেন,মাসুদ রানা তুহিন প্রমুখ।সভা সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট।বক্তরা এ সময় বলেন,মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।মাদকের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার ব্যবস্থা করা হবে।অভয়নগর উপজেলাকে মাদকমুক্ত করা হবে।
অভয়নগরে মাদক সমস্যা করণীয় শীর্ষক মতবিনিময় সভা
