নিজস্ব সংবাদদাতা:র্যাব- ৬ সদস্যরা যশোরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ৬ অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মুসতাক আহম্মেদ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে যশোর জেলার বেল দীঘিরপাড় গ্রামস্থ মেসার্স শাহজালাল ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি ঘটন পালানোর চেষ্টাকালে করে। এ সময় র্যাবের সদস্যরা বেনাপোলের মো: আব্দুল কাদেরের ছেলে মো: আব্দুল্লাহ (২৮), মো: আব্দুল মমিনের ছেলে আজিজুর রহমান (২৯) আটক করে। তাদের কাছ থেকে ৪ চার (MADE IN USA), ৮ (আট) টি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি ও ৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করে
র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
