নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের নানা অনিয়ম নিয়ে প্রকাশিত সংবাদের পর্যালোচনা করেছেন বিএমএ খুলনার সভাপতি ডা: শেখ বাহারুল অালম। নিজের ব্যক্তিগত ফেসবুকে তিনি লেখা পোস্ট করে এ বিষয়ে পর্যালোচনা ব্যক্ত করেছেন। খুলনার এ চিকিৎসকনেতা তার লেখায় এক যায়গায় উল্লেখ করেন,উদ্ভট এক উটের পিঠে চলেছে স্বদেশ!সবকিছুই নষ্টদের হাতে।
নিম্নে ডা: শেখ বাহারুল অালমের ফেসবুক পোস্টটি হুবহু দেয়া হলো, চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা চট্টগ্রামের যে দুই নেতার অনুসারী বা তাঁবেদার হয়ে প্রশিক্ষণকালীন দুর্নীতির চর্চা করছে , চিকিৎসক হওয়া ও রোগী চিকিৎসা বা সেবা করার নৈতিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী । এভাবে চলতে থাকলে কিভাবে এরা চিকিৎসা মনস্কতা গড়ে তুলবে – সেটি যারা চমেক হাসপাতালের অভিভাবকত্বের দায়িত্বে বসে আছে এবং বাইরে থেকে যারা রাজনীতির ফেরি করছে , তাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। অথচ ফেরি ওয়ালাদের একজন সাবেক মেয়র , আরেকজন শিক্ষা প্রতিমন্ত্রী । রাজনীতির অনুসারি তৈরি না করে তাদের নিজেদের অনুসারি বা লাঠিয়াল বানাচ্ছে। এ দু’জনেরও অভিভাবক আছে , তিনিও চুপ। বাংলাদেশের চিকিৎসা শিক্ষা কোন পথে যাচ্ছে? উদ্ভট এক উটের পিঠে চলেছে স্বদেশ!সবকিছুই নষ্টদের হাতে।
উদ্ভট এক উটের পিঠে চলেছে স্বদেশ ! সবকিছুই নষ্টদের হাতে
