নিজস্ব সংবাদদাতা: যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় গত ১৭ ডিসেম্বর ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে রাকিব (২৮) নামের এক যুবককে হত্যা করা হয় । ওই নৃশংস হত্যাকান্ডে জড়িত ৯জনকে গ্রেফকার করেছে র্যাব ।
তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরা সকলে কিশোর গ্যাংয়ের সদস্য বলে র্যাব সুত্র জানায়।
অাজ ২৩ ডিসেম্বর র্যাব ৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সিপিসি ৩ যশোরের কমান্ডার লেঃ নাজিউর রহমান।
গ্রেফতার অাসামিরা হলো, মোঃ মানিক (২০), মোঃ অাজিজুল হোসেন ওরফে হিটার অাজিজ (২২), মোঃ বাধন ১৯), মোঃ ইমন শেখ ওরফে শুটার ইমন (২১), অনিন্দ্র রায়েক দেবা (২০), মোঃ ইসমীর (১৯), মোঃ তরিকুল ইসলাম(১৯), মোঃ সোহাগ মুন্সি (২০), মোঃ ইশান হোসেন (১৮)। তাদেরকে যশোরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হচ্ছে।