অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ মোল্যা ওলিয়ার রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদ মাসুদ তাজ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা সুনিল দাস,এস এম ফারুক আহম্মেদ,এস এম আবিদ হাসান, সাধারন সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ,সহ সভাপতি এস এম মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সদস্য জাকির হোসেন হৃদয়, রবিউল বিশ্বাস, আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংবাদিক কল্যান সমিতির সহ-সভাপতি হারুন অর রশীদ,ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম,মল্লিক খলিলুর রহমান, সদস্য, আশরাফ হোসেন প্রিন্স, ডিআর আনিস, জসিম উদ্দিন বাচ্চু,শেখ জাবেদ আলী, রকিবুল ইসলাম রুবেল, প্রমুখ। আলোচনা শেষে মরহুম ওলিয়ার এর রুহের মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরি।প্রসঙ্গত ২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমানকে নওয়াপাড়া পৌরসভার বাইপাস সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে একদল চিহ্নিত সন্ত্রাসী।
অভয়নগরে সাংবাদিক নেতা শহীদ মোল্যা ওলি’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
